বশেমুরবিপ্রবিতে নবম গ্রেডে চাকরির সুযোগ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠান তাদের বিভিন্ন বিভাগে ২৯ জন শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেবে। আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর বিকেল চারটা।

*ইঞ্জিনিয়ারিং অনুষদ
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ৫টি (অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১, সিভিল ইঞ্জিনিয়ারিং ২, আর্কিটেকচার ১, ফুড ইঞ্জিনিয়ারিং ১)।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)।

*বিজ্ঞান অনুষদ
পদের নাম ও সংখ্যা:
প্রভাষক/সহকারী অধ্যাপক ৬টি (রসায়ন ২, পরিসংখ্যানে সহকারী অধ্যাপক এবং প্রভাষক ২ জন, পদার্থবিজ্ঞানে ১, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১)।

বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদে ৩৫৫০০-৬৭০১০ এবং প্রভাষক পদে ২২০০০-৫৩০৬০ টাকা।

*জীববিজ্ঞান অনুষদ
পদের নাম ও সংখ্যা:
প্রভাষক ২টি (ফার্মাসি ১, উদ্ভিদবিজ্ঞান ১)।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)।

*ব্যবসায় শিক্ষা অনুষদ
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ৮টি (মার্কেটিং ৩, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৩, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ২)।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)।

*সামাজিক বিজ্ঞান অনুষদ

বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ১টি।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)।
*মানবিকী অনুষদ
পদের নাম ও সংখ্যা: সহকারী অধ্যাপক/প্রভাষক ২টি (ইংরেজি ১, বাংলা ১)।

বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদে ৩৫৫০০-৬৭০১০ এবং প্রভাষক পদে ২২০০০-৫৩০৬০ টাকা।
*কৃষি অনুষদ
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ৪টি (ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স ২ এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন)।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)।
*কেন্দ্রীয় গ্রন্থাগার
পদের নাম ও সংখ্যা: গ্রন্থাগারিক ১টি।

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া
প্রতিটি পদে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য আবেদনকারীদের ১০ সেট এবং গ্রন্থাগারিক পদের জন্য ৮ সেট আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদন ফি
প্রতি পদের জন্য ৬০০ টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখা থেকে রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জের হিসাবে জমা দিতে হবে।

Developer

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed