‘শুধু দেখতেই মায়ের মতো নই, রান্নাও তাঁর মতো’

২৬ জুলাই ‘প্রথম আলো’র ক্রোড়পত্র ‘নকশা’র প্রচ্ছদে ইলিশ মাছের তিনটি রেসিপি নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা ইয়াশ রোহান ও তাঁর মা অভিনেত্রী শিল্পী সরকার অপু। দুজনেরই পছন্দ ইলিশ মাছ। ইয়াশ রান্না করেছিলেন ভাতে ভাপা ইলিশ মাছ। অন্য দিকে শর্ষের তেলে সেদ্ধ ইলিশ ও কলাপাতায় মোড়া ইলিশ রান্না করে এনেছিলেন শিল্পী সরকার।

মঙ্গলবার রাতেই তাঁর ফেসবুক প্রোফাইল থেকে প্রতিবেদনটি শেয়ার করেন ইয়াশ রোহান। সঙ্গে লিখে দিয়েছিলেন মিষ্টি কয়েকটি শব্দ, ‘মানুষ বলে আমি মায়ের মতো দেখতে, আমি তা–ই। কিন্তু আমি রান্নাও করি মায়ের মতো। এবং এই বিষয়টি নিয়ে আমি গর্বিত। ধন্যবাদ প্রথম আলোকে বিশেষ সন্ধ্যাটির জন্য…চমৎকার কিছু স্মৃতি তৈরি হলো।’ ইয়াশের পোস্টটি এ পর্যন্ত শেয়ার হয়েছে ১৩৩ বার, লাইক পড়েছে ১৬ হাজার বার, মন্তব্যের সংখ্যা ৫৪৪। ইয়াশ রোহান যে বাংলাদেশে বেশ জনপ্রিয়, সেটা মন্তব্যগুলো পড়লেই বোঝা যায়।
প্রথম আলোর ফেসবুক পেজ থেকে ইয়াশ রোহানের এই ফটোশুটটির ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি দেখেছেন ৯ লাখ ৯১ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী। লাইক দিয়েছেন ২৫ হাজার ফেসবুক ব্যবহারকারী। মন্তব্য করেছেন ৪৩৮ জন। ফটোশুটের সময় দেওয়া সাক্ষাৎকারে ইয়াশ জানিয়েছিলেন, বাসায় যেদিন কোনো কাজ থাকে না, সেদিন রান্নাঘরেই বেশি সময় কাটে। চলে রান্না নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা। ইলিশ রান্নায় খুব অল্প মসলা ব্যবহার করেন। এতে ইলিশের নিজস্ব স্বাদ বজায় থাকে।

Mr Abraham

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.