উৎসবের আমেজে শুরু দেশি ছবির প্রদর্শনী

সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানুষের আনাগোনা কম থাকলেও ছুটির দিনে ব্যতিক্রম দেখা যায়। বিশেষ করে শুক্রবার যদি কোনো উৎসব থাকে, তাহলে তো কথাই নেই। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে অনেকেই ছুটে আসেন শিল্পকলায়। গতকাল ছিল তেমনই একটি দিন। গতকাল শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এ উৎসবকে ঘিরে সিনেমাপ্রেমীরা জড়ো হয়েছেন একাডেমি প্রাঙ্গণে। এ ছাড়া শিল্পকলার পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে সন্ধ্যায় হয়েছে মঞ্চনাটকের প্রদর্শনী। সিনেমা, নাটকের প্রদর্শনী দেখতে আসা দর্শকের ভিড়ে মুখর ছিল শিল্পকলা প্রাঙ্গণ।
‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালিয়েছে শিল্পকলা একাডেমি। তারপরও অনেকেই জানেন না চলচ্চিত্র উৎসবটির খবর। তেমনই একজন সাহেদ আলী। তিনি নিজের ৭ ও ৯ বছর বয়সী দুই সন্তান নিয়ে শিল্পকলা একাডেমিতে এসেছিলেন স্রেফ ঘোরাঘুরি করতে। এসে বাড়তি হিসেবে পেলেন চলচ্চিত্র প্রদর্শনী। দেরি না করে ঢুকে গেলেন মূল মিলনায়তনে। দেখলেন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, এরপর দেখলেন ‘লাল মোরগের ঝুঁটি’র প্রদর্শনী। সাহেদ আলী জানান, ঢাকায় বাচ্চাদের খেলাধুলার খুব একটা জায়গা মেলে না। তাই বাচ্চাদের নিয়ে প্রতি শুক্রবার শিল্পকলায় ঘুরতে আসেন। যখন যে অনুষ্ঠান পান, বাচ্চাদের নিয়ে দেখতে বসে যান।

গতকাল উৎসবে পাওয়া গেল একদল শিক্ষার্থীকেও। কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হোসেনের সঙ্গে। ‘প্রতি শুক্রবার বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কখনো ক্যাম্পাসে আড্ডা জমাই। আজ (গতকাল) শুনলাম এখানে চলচ্চিত্র উৎসবের খবর। উৎসবে নাকি বিনা মূল্যে সিনেমা দেখানো হবে। তাই বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখতে চলে এলাম,’ বলছিলেন রাকিব।
দীর্ঘ সাত বছর পর তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। একাডেমির মূল মিলনায়তনে বিকেলে হয়েছে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী ও শামীম আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 

Mr Abraham

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.