বাংলাদেশ নারী দলের ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব আরেক ক্রিকেটারের

দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আজ সংবাদটি প্রচারিত হওয়ার পর ঘটনা স্বীকার করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেছেন, এ বিষয়ে ক্রিকেট বোর্ড অবগত। আইসিসির দুর্নীতি দমন বিভাগ বিষয়টি দেখছে।শফিউল আলম চৌধুরী বলেন, ‘প্রস্তাবটা যখন যায়…তখন সেই ক্রিকেটার আমাদের কোচ এবং ম্যানেজারকে তা জানায়। ম্যানেজার ও কোচ বোর্ডকে জানায়। বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়। এখন আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) বিষয়টি তদন্ত করছে। যেখানে যে সাহায্য-সহযোগিতা করতে হবে, আমরা তাদের করব।’


এসব ক্ষেত্রে বিসিবির ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে নারী ক্রিকেটের প্রধান যোগ করেন, ‘আমরা তো সব সময় চেষ্টা করি তাদের নিরাপত্তা দেখতে। সব রকম সুযোগ-সুবিধা যেন পায়, কোনোভাবে যেন কলুষিত না হয় নারী ক্রিকেট। এই ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক থাকি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ধারণা করা হচ্ছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাবটি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল রাতের ম্যাচের আগে।

Mr Abraham

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.