ভাগ্যকুল জমিদার বাড়ি, শ্রীনগর, মুন্সীগঞ্জ

ভাগ্যকুল জমিদার বাড়ি বাংলাদেশ এর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা যদুনাথ জমিদার বাড়ি নামেও অনেকে চেনেন। ভাগ্যকূলের বালাশুর গ্রামে গড়ে তুলেছিলেন যদুনাথ রায় বাহাদুর তার জমিদার বাড়ি। মনোমুগ্ধকর পুরোনো বাড়িটিতে প্রবেশ করলেই চোখে পড়বে একই রকম দেখতে কারুকাজ সজ্জ্বিত মুখোমুখি দুটি জরাজীর্ণ প্রাসাদ। আরো আছে কাচারী ঘর, দূর্গা মন্দির, লক্ষী নারায়ন জিউ মন্দির, কালী মন্দির। জমিদার যদুনাথ রায়ের এ বাড়িটির স্মৃতি রক্ষার্থে প্রায় সাড়ে ১৩ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বিক্রমপুর জাদুঘর।

কিভাবে আসবেন
ঢাকার গুলিস্তান থেকে শ্রীনগর হয়ে দোহারের উদ্দেশ্যে আরাম বাস ছাড়ে কিছুক্ষন পরপর। ভাড়া ৬৫ টাকা। এছাড়া ঢাকার পোস্তগোলা বুড়িগঙ্গা সেতুর গোড়া থেকেও সেবা পরিবহনে করে যেতে পারেন। সময় লাগবে প্রায় দুই ঘন্টা। নামতে হবে শ্রীনগর পার হয়ে বালাশুর চৌরাস্তায়। এর পর রিকশা বা অটোবাইক দিয়ে যাওয়া যাবে জমিদার যদুনাথ রায়ের বাড়ি অথাৎ বিক্রমপুর জাদুঘর।

Mr Abraham

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.