ভ্রমনে চাই উপযোগী পোশাক

হালকা শীত, ছুটির আমেজ, নতুন বছরে নতুন লক্ষ্যে নামার আগে বেড়াতে তো যেতেই হবে। মন তো তৈরি, অনুষঙ্গ তৈরি তো?
ঘুরতে যাওয়ার আগে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন পোশাক পরবেন আর কোনটা নয়! সারাদিন ঘুরে বেড়ানো,এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এর জন্য বেশী ভারী নয়, আরামদায়ক আবার আবহাওয়া উপযোগী পোশাকতো চাই-ই-চাই। কিন্তু ফ্যাশনেবলও হতে হবে পোশাকটি। তাই ইয়াংকে আয়োজনে এনেছে হালকা শীতে পড়ার মতো মেয়েদের জন্য ট্রেন্ডি টপস্, টিউনিক, কুর্তি, কাফতান, পঞ্চ, হালকা হুডি জ্যাকেট এবং ছেলেদের জন্য ডেনিম শার্ট, ফুল স্লিভের স্মার্ট ক্যাজুয়াল শার্ট,
হালকা হুডি জ্যাকেট, পলো, টি-শার্ট, শার্ট । ট্রেন্ডি, আধুনিক এবং আরামদায়ক পোশাকের কালেকশন মানিয়ে যাবে নানা পরিবেশে। শুধু তাই নয় বেড়াতে যাওয়ার জন্য চাই ব্যাগ অথবা ব্যাকপ্যাক, যা পোশাকের সঙ্গেও হওয়া চাই মানানসই। এছাড়া স্টাইলিশ স্কার্ফ,মাফলার হওয়া উচিত এই সময়ের সঙ্গি। আর এই সবকিছুই পাওয়া যাবে ইয়াংকের কালেকশনে।

বেড়াতে যাবেন বলে ট্রলি-ব্যাগ তো গুছিয়ে ফেলেছেন। কিন্তু জামা-জুতোর শপিং কি ঠিকমতো করেছেন? পোশাক নির্বাচন কিন্তু শুধু স্টাইলের জন্য নয়। পোশাকের এক দিকে আছে যেমন কমফর্টের প্রশ্ন, অন্য দিকে জায়গা বুঝে পোশাক পরার তাগিদও। শীতের জায়গায় বেড়াতে গিয়ে নিশ্চয়ই শর্ট স্কার্ট পরে ঘুরবেন না। তাই যেখানে যেমন, সেখানে তেমন। সমুদ্র সৈকত, পাহাড় বা জঙ্গল যেখানেই যান, জায়গা বুঝে পোশাক বাছবেন। এবং তার সঙ্গে মানানসই জুতো।
সি বিচ মানেই মন ভাল করা একরাশ হালকা ফুরফুরে হাওয়া। তাই পোশাকও যেন হয় ঢিলেঢালা। লং ম্যাক্সি ড্রেস, প্রিন্টেড শর্ট লেংথ জাম্প সুট, কিমোনো, কাফতান…খুশিমতো বেছে নিতে পারেন। তবে প্রতিটি ড্রেস ক্যারি করার মতো আত্মবিশ্বাস থাকে যেন। সাহস থাকলে মোনোকিনি বা বিকিনিও পরতে পারেন।

সুতির শর্টস বা ডেনিম শর্টসের সঙ্গে বডি হাগিং ট্যাঙ্ক টপ বা স্প্যাগেটি ম্যাচ করান। রাতের পার্টির জন্য চেনা শর্টস-টপেই নতুন টুইস্ট দিন। নিয়ন রঙের টপের সঙ্গে সিকুইনড বা এমবেলিশড শর্টস পরুন। ভাববেন না, ছেলেদের জন্য কোনও মাথাব্যথা নেই। লিনেন শার্ট, ফ্লোরাল প্রিন্টেড শার্ট, সঙ্গে চিনোস সমুদ্র সৈকতে ছেলেদের জন্য আদর্শ পোশাক। শর্টস তাঁরা অবশ্যই পরতে পারেন। তবে অনেক হোটেলে ছেলেদের শর্টস পরে ঘোরার অনুমতি দেওয়া হয় না। তাই সেই ঝক্কি এড়াতে একটু লম্বা ঝুলের ট্রাউজ়ার্স সঙ্গে রাখতে পারেন।
জুতো: সি বিচে ফ্লিপফ্লপের বিকল্প নেই। রাতের পার্টির জন্য ক্যারি করতে পারেন গ্ল্যাডিয়েটর।

পাহাড়ে স্টাইল চেক
পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে জিনস সঙ্গে রাখতেই হবে। ঠান্ডাও প্রতিরোধ করে, আবার হাঁটাচলায় সুবিধেও হয়। ট্রেঞ্চকোট, বম্বার জ্যাকেট শীতের জন্য জরুরি। আবার স্টাইলের জন্যও পারফেক্ট। বিভিন্ন রঙের স্কার্ফ বা মাফলার সঙ্গে রাখবেন। তা হলে সেগুলো বান্দানা বা খুশিমতো হেডগিয়ার করে পরতে পারবেন। গ্লাভস অবশ্যই সঙ্গে রাখবেন। শীতের পোশাকের ক্ষেত্রে ছেলেমেয়ে আলাদা করার প্রশ্ন নেই। মেয়েরা ডার্ক শেডের লিপস্টিক আর কাজল ক্যারি করতে পারেন। আলাদা করে অ্যাকসেসরিজ় দেখানোর তো সুযোগ থাকে না। তবে সোয়েটারের সঙ্গে ম্যাচিং করে স্টাইলিশ নেকপিস পরতে পারেন। অনেকেই ঘুরতে যাওয়ার সময় বুঝতে পারেন না কোন পোশাক পরবেন আর কোনটা নয়! পুরুষদের জন্য সেরা সাতটি টিশার্ট স্টাইল দেখে
নিন এই প্রতিবেদন থেকে। ঘুরতে যাওয়া মানে কেবলই রোজকার রুটিন থেকে ছুটি নয়। ঘুরতে যাওয়া মানে নিজেকে নতুন
করে খুঁজে পাওয়া, কাজে ফেরার নতুন উদ্যম জুটিয়ে নেওয়া। আর তাই ভালো পোশাক এবং সুন্দর সাজ খুব জরুরি একটা দারুন ট্রিপের জন্য। কারণ ছবিতে, আপনার স্মৃতিতে সেটাই থেকে যাবে। তাই সমুদ্রের পাড়ে হাঁটা হোক কিংবা জঙ্গলের অ্যাডভেঞ্চার অথবা পাহাড়ের ট্রেকিং যেখানেই যান তার জন্য, পথের ক্লান্তি এবং ধুলোবালির হাত থেকে রক্ষা পেতে ৭টি দারুন টিশার্ট স্টাইল দেখে নিন যা আপনার পরের ট্রিপটিকে আরও সুন্দর করে তুলবে। দ্যা মেন্স সংস্থার ফ্যাশন ডিজাইনার ম্যানেজার আনন্দ সিংয়ের দেওয়া টিপসগুলো দেখে নিন।
১. বেসিক র-এজ টিশার্ট: এই প্রোডাক্টটি আপনাকে পরিষ্কার, ফ্রেশ অথচ একটা অল্প বয়সী লুক দেবে। ভালো কোয়ালিটি, আরামদায়ক এবং দারুন ফিট করে এমন র-এজ টিশার্ট আপনার লুকটাই বদলে দেবে।
২. পপকর্ন ক্যাজুয়াল টিশার্ট: সাধারণ সলিড টিশার্ট পরে যদি বিরক্ত হয়ে যান তাহলে অবশ্যই এটা ট্রাই করুন। এটার দারুন স্ট্রাকচার এবং সুন্দর নেকলাইন আপনাকে দারুন লুক দেবে। হেরিংবোন কাটের গলাটা আপনাকে একটা আভিজাত্যপূর্ণ লুক দেবে।
৩. অল-রাউন্ড মেরিনো উল টিশার্ট: বিভিন্ন উপলক্ষ্যের জন্য দারুন উপযোগী হচ্ছে এই টি’শার্ট। শরীরের তাপমাত্রা ঠিক রাখতে দারুন সাহায্য করে এই টিশার্ট। পাশাপাশি শরীরকে নানান ইনফেকশন থেকেও রক্ষা করে, কারণ এতে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। তাই নরম, হালকা এবং দারুন স্টাইলিশ এই টিশার্ট অবশ্যই সঙ্গে রাখুন কোথাও ঘুরতে গেলে।

৪. জলদি শুকিয়ে যায় এমন টিশার্ট: ঘুরতে গেলে অবশ্যই এই ধরনের টিশার্ট রাখবেন। কারণ কোথাও বেড়াতে বেরিয়ে যদি হঠাৎ বৃষ্টি নামে কিংবা প্রচণ্ড ঘেমে যান তাহলে এই ধরনের টিশার্ট ভীষণ উপযোগী হবে আপনার স্টাইল মেনটেন করার জন্য। যেহেতু এটা পলিস্টার এবং কটন দিয়ে তৈরি সেহেতু এটা ট্রেকিংয়ের জন্য দারুন উপযোগী।
৫. সহজে ভাঁজ করা যাবে এমন টিশার্ট: সহজে এবং নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর জন্য হালকা, ভাঁজহীন, অথচ আপনার ছোট ব্যাগে সহজেই ধরে যাবে এমন টিশার্ট রাখতে ভুলবেন না বেড়াতে গেলে। এই ধরনের বহু টিশার্ট পাওয়া যায় যেগুলো সহজে ময়লা হয় না, আবার ঘামের গন্ধও আটকায়, সর্বোপরি দারুন ফিট করে।
৬. হেনলি: হেনলি পরা মানেই আপনার স্টাইল স্টেটমেন্ট কয়েক গুণ বেড়ে যাওয়া, সেটা আপনি হাফ হাতা পরলেন নাকি ফুল হাতা সেটা আর গুরুত্বপূর্ণ থাকে না। ফলে একটা ক্লাসি লুক বজায় রাখতে অবশ্যই একটা হেনলি টিশার্ট সঙ্গে রাখুন।

৭. পোলো টিশার্ট: ক্লাসিক পোলো টিশার্ট কোনদিন পুরনো হবে না। এই টিশার্টগুলো যেমন স্টাইলিশ, তেমন ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লুক পেতে এই টিশার্ট আপনাকে সবসময় সাহায্য করবে। তাই বেড়াতে গেলে আপনার লাগেজে অবশ্যই এই ধরনের একটি টিশার্ট রাখবেন।

Mr Abraham

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.